একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ সব আসামির খালাসের বিরুদ্ধে আপিল করেছে রাষ্ট্রপক্ষ। বিষয়টি নিশ্চিত করেছে অ্যাটর্নি জেনারেল কার্যালয়।
গত ১২ জানুয়ারি হাইকোর্টের রায়ে তাদের সাজা বাতিল করে খালাস দেওয়া হয়। আদালত রায়ে জানান, অভিযোগ সঠিকভাবে গঠিত হয়নি এবং সাক্ষ্যপ্রমাণ পর্যাপ্ত ছিল না।
২০০৪ সালে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় ২৪ জন নিহত হন। ২০১৮ সালে বিচারিক আদালত বিএনপির কয়েকজন নেতাসহ ৪৯ জনকে দণ্ডিত করেন। আপিল বিভাগের শুনানির পর মামলার পরবর্তী সিদ্ধান্ত জানা যাবে।