এক-এগারোর মতো অসাংবিধানিক ঘটনার পুনরাবৃত্তি যেন আর না ঘটে—এ বিষয়ে সতর্ক করেছেন সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া। শনিবার (২৪ মে) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন।
তিনি লিখেন, “এক/এগারোর পুনরাবৃত্তি দেখতে চাই না। এতে দেশের অপূরণীয় ক্ষতি হবে। অতীতে এরকম কর্মকাণ্ডে সেনাবাহিনী ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। নতুন করে আর কোনো ভোগান্তি ডেকে আনা উচিত হবে না।”
ফেসবুক পোস্টে তিনি আরও বলেন, অতিরিক্ত সাংবিধানিক কার্যকলাপে জড়িত থাকার কারণে অতীতেই বাংলাদেশ সেনাবাহিনী সম্মানহানি ও বিতর্কের মুখে পড়েছে। এ সম্মানিত প্রতিষ্ঠানকে আবারও বিতর্কে জড়ানো মূর্খতা হবে বলেও মন্তব্য করেন সাবেক সেনাপ্রধান।