টাঙ্গাইলে নতুন করে আরো একজন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তার বাড়ি সদর উপজেলায় পৌর এলাকায়। তিনি সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ে কর্মরত একজন চিকিৎসক। পরে বৃহস্পতিবার সকালে আক্রান্তের বাড়ি লকডাউন করে উপজেলা প্রশাসন। এ নিয়ে জেলায় মোট ২৪ জনের দেহে করোনার ভাইরাসে শনাক্ত হল।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে টাঙ্গাইলের সিভিল সার্জন অফিস থেকে জানানো হয়, আক্রান্ত ব্যক্তি টাঙ্গাইল সদর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রের একজন ডাক্তার। তিনি টাঙ্গাইল পৌরসভার প্যারাডাইস পাড়ায় বসবাস করেন। বুধবার জেলা থেকে মোট ১০৫টি নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়। সেখান থেকে একজন পজিটিভ পাওয়া যায়।
এ ব্যাপারে টাঙ্গাইল সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রামাপদ রায় বলেন, আজ সকালে এই রিপোর্টটি আমাদের হাতে আসে। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।