ব্রকলি, গাজর বা লাউয়ের মতো সবজির কথা মনে পড়লেই পুষ্টির কথা ভাবি আমরা। কিন্তু খুব সহজলভ্য ও পুষ্টিতে ভরপুর একটি সবজি প্রায়ই উপেক্ষিত থেকে যায়—তা হলো ঝিঙা। স্বাদে অনন্য এই সবজিটি শরীর ঠাণ্ডা রাখতে, হজম ঠিক রাখতে এবং ওজন নিয়ন্ত্রণে রাখতে দারুণ ভূমিকা রাখে।
চলুন জেনে নিই ঝিঙার উপকারিতা—
চোখের দৃষ্টি ভালো রাখে
ঝিঙায় রয়েছে ভিটামিন ‘এ’ ও বিটা ক্যারোটিন, যা চোখের স্বাস্থ্য রক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে চোখের স্নায়ু ও রক্তনালিগুলোকে সুস্থ রাখতে এই উপাদানগুলো বড় ভূমিকা রাখে।
রক্তাল্পতা প্রতিরোধে সহায়ক
ঝিঙা বিশেষভাবে উপকারী নারীদের জন্য। এতে থাকা আয়রন হিমোগ্লোবিনের মাত্রা বাড়াতে সাহায্য করে। এছাড়া ভিটামিন বি-৬ রক্ত সঞ্চালন উন্নত করে রক্তাল্পতার ঝুঁকি কমায়।
ওজন নিয়ন্ত্রণে সহায়তা করে
ঝিঙায় জলীয় উপাদান বেশি, ক্যালরি কম আর ফাইবারের পরিমাণ ভালো। ফলে পেট ভরা থাকে, অতিরিক্ত খাওয়ার প্রবণতা কমে যায় এবং হজমও ভালো হয়। এটি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণেও ভূমিকা রাখে।
পেটের সমস্যা দূর করে
ঝিঙায় থাকা ফাইবার ও পানি কোষ্ঠকাঠিন্য দূর করতে সহায়তা করে। ফলে হজম প্রক্রিয়া সহজ হয় এবং পেট থাকে হালকা।
লিভারকে রাখে সুস্থ
ফ্যাটি লিভার বা লিভারের বিভিন্ন জটিলতায় ঝিঙা দারুণ কার্যকর। ঝিঙা শরীর ডিটক্স করতে সহায়তা করে, টক্সিন বের করে দিতে ভূমিকা রাখে। জন্ডিস বা লিভারের দুর্বলতা থাকলে ঝিঙা খাওয়া খুবই উপকারী।
দাম কম, সহজলভ্য আর রান্নাতেও সহজ— এসব কারণে ঝিঙা যে কোনো সময়ের জন্যই আদর্শ সবজি। তাই স্বাদ ও পুষ্টি একসাথে পেতে আজ থেকেই খাদ্যাভ্যাসে ঝিঙা রাখতে পারেন। শরীর থাকবে হালকা, মনও থাকবে সতেজ।