খবর বাংলা
,
ডেস্ক
স্বরাষ্ট্র উপদেষ্টার দপ্তর থেকে ওসমান হাদি হত্যার ঘটনাকে তুচ্ছতাচ্ছিল্য করা হয়েছে। এ ঘটনাকে ধামাচাপা দেয়ার চেষ্টা চলছে। রাজধানীর শাহবাগে সোমবার (২২ ডিসেম্বর) সংবাদ সম্মেলনে এ দাবি করা হয় ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে।
সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের বলেন, ‘আমরা বলেছি তারা (স্বরাষ্ট্র মন্ত্রণালয়) খুনের ব্যাপারে কী কী পদক্ষেপ নিয়েছে,সে ব্যাপারে তারা জনসম্মুখে এসে জনতাকে জানাবে।
দ্বিতীয়ত সিভিল-মিলিটারি ইন্টেলিজেন্সের মধ্যে ঘাপটি মেরে বসে থাকা আওয়ামী দোসরদেরকে চিহ্নিত করে গ্রেফতার করতে হবে।’
তিনি বলেন, ওসমান হাদি হত্যার বিচার না হওয়া পর্যন্ত বাংলাদেশে স্বাধীনতার সার্বভৌমত্ব টিকিয়ে রাখার লড়াই চালানো যাবে না। নির্বাচনের আগেই হাদির খুনের সাথে যারা জড়িতদের গ্রেফতারেরও দাবিও জানান তিনি।
জাবের বলেন, বাংলাদেশের জনগণকে অনেকে বোকা-দুর্বল ভাবে। কিন্তু ‘বোকা-দুর্বল’ মানুষরাই জুলাইয়ে উচিত শিক্ষা দিয়েছে। কিন্তু তবুও অনেকের শিক্ষা হয় নাই।
২৪ ঘন্টার মধ্যে হাদি হত্যায় বিচারিক ট্রাইব্যুনাল গঠন ও তদন্তের দাবি জানান তিনি। বলেন, এ কাজে যুক্ত করতে হবে দক্ষ গোয়েন্দাদের।
তথ্য সূত্র : যমুনা টিভি











