টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় জনসাধারণের স্বাভাবিক চলাচলে বিঘ্ন ঘটিয়ে বালু বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত এলেঙ্গা পৌরসভার ভাবলা ঘাট সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খায়রুল ইসলাম। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
অভিযানে বালু বিক্রেতাদের এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়া ব্যবসায়ীদের সতর্ক করে বলা হয়, বালু পরিবহন ও বিপণনের ক্ষেত্রে জনসমাগমস্থল, খেলার মাঠ, পার্ক বা সরকারি সড়কের পাশে স্তুপ আকারে বালু না রাখতে।
প্রশাসন ব্যবসায়ীদের নির্দেশনা দেয়— প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করে রাষ্ট্রীয় আইন-কানুন মেনে ব্যবসা পরিচালনা করতে হবে। অন্যথায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়।