টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বল্লা বাজারে কাঁচামালের ব্যবসার আড়ালে গোপনে চালানো হচ্ছিল মাদক কারবার। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।
বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে কালিহাতী থানার এসআই রায়হানের নেতৃত্বে পরিচালিত অভিযানে গ্রেপ্তার হন জসিম (৪০) ও খোকন (৩৭)। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ১২ লিটার চোলাই মদ ও ১০ পিস ইয়াবা।
আটক জসিম কালিহাতীর বাড্ডা গ্রামের আ. হকের ছেলে এবং বল্লা বাজারের কাঁচামাল ব্যবসায়ী। অপর অভিযুক্ত খোকন আউলিয়াবাদ গ্রামের আইয়ুবের ছেলে।
কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকির হোসেন জানান, “আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাদেরকে আইনগত প্রক্রিয়া শেষে জেলহাজতে পাঠানো হবে।”
পুলিশ জানায়, দীর্ঘদিন ধরেই বাজারের আড়ালে এই চক্র মাদক কারবারে জড়িত ছিল।