টাঙ্গাইলের কালিহাতী উপজেলার নাগবাড়ী ইউনিয়নের রতনগঞ্জ বেবিস্ট্যান্ড ও রতনগঞ্জ হাটে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা প্রচারে লিফলেট বিতরণ করেছেন ময়মনসিংহ বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদলের সভাপতি কৃষিবিদ এস এম এ খালিদ।
রবিবার (২৬ অক্টোবর) তিনি নাগবাড়ী ইউনিয়ন বিএনপির নেতাকর্মীদের সাথে নিয়ে স্থানীয় বাজারের দোকানপাট ও পথচারীদের হাতে ৩১ দফার লিফলেট তুলে দেন এবং জনগণের মাঝে বিএনপির রাষ্ট্র মেরামতের রূপরেখা তুলে ধরেন।
লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন, নাগবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আশরাফ হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, কালিহাতী উপজেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক হোসেন আলী সিকদার, কালিহাতী পৌরসভার সাবেক কমিশনার মোহাম্মদ আলী, এনামুল হক, উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক সেলিম রেজা।
কালিহাতী উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি রশিদুল ইসলাম রতন, উপজেলা মাইক্রো-কার কল্যাণ শ্রমিক সমিতির সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন, নাগবাড়ী ইউনিয়ন যুবদল নেতা ফারুকসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।











