টাঙ্গাইলের কালিহাতীতে সোনিয়া নামে ২৫ বছর বয়সী এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। রোববার ১৬ নভেম্বর বিকাল ৫টার দিকে তার লাশ উদ্ধার করে পুলিশ। দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার নাগবাড়ী ইউনিয়নের সোমজানী পশ্চিমপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত সোনিয়া মালয়েশিয়া প্রবাসী আবু সাঈদের স্ত্রী এবং একই ইউনিয়নের ছাতিহাটি গ্রামের আফসার আলীর মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আট বছর আগে পারিবারিকভাবে সোনিয়ার বিয়ে হয় আবু সাঈদের সঙ্গে। তাদের দুই সন্তান রয়েছে। রোববার দুপুরে নিজ শয়নকক্ষে খাটের স্ট্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে ফাঁস দেন বলে দাবি করেন তার শ্বশুর আব্দুল রহিম। তিনি জানান, সোনিয়াকে ঝুলন্ত অবস্থায় দেখে বটি দিয়ে দড়ি কেটে নিচে নামানো হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। তবে নিহতের ভাই হৃদয় অভিযোগ করেন, শ্বশুরবাড়ির লোকজন পরিকল্পিতভাবে সোনিয়াকে হত্যা করেছে।
এ বিষয়ে কালিহাতী থানার এসআই শফিকুল আলম জানান, লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। আপাতত অপমৃত্যুর মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।











