কালিহাতীতে চাঁদার দাবিতে সংখ্যালঘু ব্যবসায়ীদের মারধর, থানায় অভিযোগ

কালিহাতী প্রতিনিধি : টাঙ্গাইলের কালিহাতীতে দুধ না কেনা ও কিনে চাঁদা না দেয়ায় ঘোষ সম্প্রদায়ের ব্যবসায়ীদের ব্যাপক মারধর করা হয়েছে।

মঙ্গলবার সকালে উপজেলার সল্লা ইউনিয়নের দেউপুর নতুন বাজারে এ অপ্রীতিকর ঘটনা ঘটে।

আহতদের পক্ষে সম্ভু ঘোষ বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন। এতে উপজেলার হিন্দু সমাজের মাঝে ক্ষোভ বিরাজ করছে।

জানা যায়, গ্রাম্য রেষারেষিতে দেউপুর বাজার ভেঙ্গে আরেকটি দেউপুর নতুন বাজার সৃষ্টি হয়েছে। ঘোষ সম্প্রদায়ের ব্যবসায়ীরা দুই বাজার থেকেই নিয়মিত দুধ ক্রয় করেন।

এদিকে দেউপুর দক্ষিণ পাড়ার আনিছুর রহমানের ছেলে কামাল হোসেনসহ কয়েকজন ব্যবসায়ীদের শুধু নতুন বাজার থেকে দুধ ক্রয় করতে চাপ প্রয়োগ করে আসছেন।

এতে ক্ষুব্ধ হয়ে কামাল হোসেন ও তার সহযোগীরা লাঠি দিয়ে পিটিয়ে প্রথমে সম্ভু ঘোষ ও রনি ঘোষকে গুরুতর আহত করেন।

তাদের মারধর থেকে বাঁচাতে গেলে বলাই ঘোষ, গোপাল ঘোষ সহ কয়েকজনকেও বেধরক পেটানো হয়। আহত দুই জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়।

অভিযোগকারী সম্ভু ঘোষ বলেন, কামাল হোসেন দীর্ঘদিন যাবত আমাদের অত্যাচার করে আসছে।

একই সময়ে দুই বাজার অনুষ্ঠিত হয়। নতুন বাজার থেকে দুধ কিনে নিয়ে আমরা পুরাতন বাজারে গিয়ে দুধ পাইনা।

এদিকে কামালসহ কয়েকজন আমাদেরকে পুরাতন বাজারে যেতে বাঁধা সৃষ্টি করে।

আবার নতুন বাজারে দুধ কিনতে গেলেও আমাদের কাছ থেকে প্রতিদিন একশত টাকা করে চাঁদা দাবী করেন।

সেটা না মানার কারণে পরিকল্পিতভাবে আমাদের মারধর করা হয়। আমরা বিচার চাই।

অভিযুক্ত কামাল হোসেন মারধরের ঘটনা অস্বীকার করেছেন।

সল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আলীম বলেন, বিষয়টি মীমাংসা করার চেষ্টা করতেছি।

কালিহাতী উপজেলা পুজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক পরিতোষ সেন বলেন, ঘটনাটি শুনে মর্মাহত হয়েছি। অপরাধী যেই হোক তার শাস্তি চাই।

তদন্তকারী কর্মকর্তা এসআই নয়ন বলেন, বিষয়টি অত্যন্ত দুঃখজনক। আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।

কালিহাতী থানার অফিসার ইনচার্জ মোল্লা আজিজুর রহমান বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। আইনগত ব্যবস্থা নেয়া হবে। সম্পাদনা – অলক কুমার