টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা হাকিমপুর এলাকার একটি নির্জন স্থান থেকে ট্রেনে কাটা অবস্থায় এক অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৩ অক্টোবর) দুপুর ১টা থেকে ২টার মধ্যে স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে থানায় খবর দেন।
পুলিশ ধারণা করছে, নিহত নারীর বয়স আনুমানিক ৩৫ বছর। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
প্রাথমিকভাবে এটি আত্মহত্যা হতে পারে বলে ধারণা করা হলেও, মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের প্রতিবেদন অপেক্ষা করা হচ্ছে।
টাঙ্গাইল রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই হারুন অর রশিদ জানান, মরদেহ থানায় নেওয়া হয়েছে। পরিচয় শনাক্তের পর আইনগত প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।