গত দুইদিন যাবৎ শুরু হয়েছে প্রাকৃতিক দূর্যোগ তথা শীতের আগমনী বার্তা বাহক বৃষ্টি। এই বৃষ্টিতে গ্রামীন সকল সড়কই হয়ে গেছে কর্দমাক্ত। কিন্তু যাদের কলেজ ও স্কুল এমপিও ভুক্ত হয়েছে, এই বৃষ্টি বা কর্দমাক্ত রাস্তা তাদের বাঁধভাঙা খুশি বা উচ্ছাসের কাছে কিছু নয়।
বৃহস্পতিবার দুপুরে কেউ বৃষ্টিতে ভিজে, কেউ ছাতা মাথায় দিয়ে কলেজ ও স্কুল প্রাঙ্গন থেকে পৃথক দুটি আনন্দ র্যালি বের হয়। র্যালি দু’টি গান্ধিনা বাজারে একত্রিত হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।
এরকম খুশি ও উচ্ছাসই দেখা যায় টাঙ্গাইলের কালিহাতী গান্ধিনায় অবস্থিত লায়ন ফেরদৌস আলম ফিরোজ কলেজ ও স্কুলের শিক্ষার্থীদের মাঝে। এসময় শিক্ষক ও শিক্ষার্থীরা শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভূক্ত তালিকায় স্থান পাওয়ায় কালিহাতী আসনের এমপি আলহাজ হাছান ইমাম খান সোহেল হাজারীর মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল করেছেন।
এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, লায়ন ফেরদৌস আলম ফিরোজ কলেজ ও স্কুলের প্রতিষ্ঠাতা লায়ন ফেরদৌস আলম ফিরোজ, তার সহধর্মিনী লায়ন পারভীন ফিরোজসহ শিক্ষক, শিক্ষার্থী ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গরা।