“দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি: প্রাণিসম্পদে হবে উন্নতি”— এ প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের কালিহাতীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় চত্বরে উপজেলা প্রশাসন, উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে এবং এলডিডিপি (প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প)-এর সহযোগিতায় এ আয়োজন সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মো. খায়রুল ইসলাম বলেন, দেশের প্রাণিসম্পদ উন্নয়নে দেশীয় জাত সংরক্ষণ এবং আধুনিক প্রযুক্তির সঠিক প্রয়োগই টেকসই অগ্রগতির ভিত্তি। তিনি জানান, সরকার প্রাণিসম্পদ খাতে আধুনিক সেবা, রোগ নিয়ন্ত্রণ ব্যবস্থা ও প্রযুক্তিগত সহযোগিতা দিচ্ছে— যা কাজে লাগাতে পারলে স্থানীয় খামারিদের উৎপাদন উল্লেখযোগ্যভাবে বাড়বে। তিনি আরও জানান, প্রয়োজনের যে কোন সময়ে উপজেলা প্রশাসন খামারিদের পাশে থাকবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা ফারহানা মামুন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আশরাফ আলী এবং বাংলাদেশ পোল্ট্রি খামার রক্ষা জাতীয় পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক একেএম আব্দুল আউয়াল।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবু সাইম আল সালাউদ্দিন। তিনি বলেন, দেশীয় জাতের গবাদিপশু রক্ষা ও উন্নত জাতের সঙ্গে সমন্বিত আধুনিক প্রযুক্তিনির্ভর খামার ব্যবস্থাপনা গড়ে তোলা সময়ের দাবি। সরকার কৃত্রিম প্রজনন, টিকাদান, রোগ নিয়ন্ত্রণ, উন্নত খাদ্য ব্যবস্থাপনা ও খামারি প্রশিক্ষণসহ বিস্তৃত সেবা প্রদান করছে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, খামারিদের প্রযুক্তিগত সক্ষমতা বাড়লে ব্যক্তিগত আয়ের পাশাপাশি উপজেলার সামগ্রিক অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে। প্রদর্শনীতে অংশগ্রহণকারীদের নতুন প্রযুক্তি সম্পর্কে জানার সুযোগ তৈরি করায় তিনি সবাইকে নিয়মিত প্রাণিসম্পদ দপ্তরের সেবা গ্রহণের আহ্বান জানান।
স্বাগত বক্তব্য দেন ভেটেরিনারি সার্জন ডা. সীমান্ত ভৌমিক। সফল খামারি হিসেবে নিজের অভিজ্ঞতা শেয়ার করেন সাইফুল ইসলাম সোহেল।
প্রদর্শনীতে স্থানীয় খামারিদের উৎপাদিত গবাদিপশু, পোল্ট্রি, দুধ-ডিমসহ প্রাণিসম্পদ খাতের বিভিন্ন উদ্ভাবনী প্রযুক্তি প্রদর্শিত হয়। এতে খামারিরা অভিজ্ঞতা বিনিময়, আধুনিক প্রযুক্তি সম্পর্কে জ্ঞান এবং খামার ব্যবস্থাপনায় দিকনির্দেশনা পাওয়ার সুযোগ পান।











