কালিহাতী সংবাদদাতা : টাঙ্গাইলের কালিহাতী উপজেলার গান্ধিনা খান পাড়া মসজিদের পুকুর দখলের পায়তারা করছে বলে অভিযোগ রয়েছে স্থানীয় প্রভাবশালী শাহাদত হোসেন মনিরের বিরুদ্ধে।
পুকুর রক্ষার্থে আদালতে মামলা করেছেন মসজিদ কমিটি।
মামলা সুত্রে জানা গেছে, ১৯৯৩ সালে উপজেলার গান্ধিনা খান পাড়া মসজিদের পুকুর লিজ নেন একই গ্রামের শাহাদত হোসেন মনির।
অভিযোগ রয়েছে ২০০০ সালে জাল দলিল করে পুকুরটি নিজের নামে করে নেন শাহাদত হোসেন মনির।
নিজের পুকুর দাবি করে তিনি মসজিদ কমিটির বিরুদ্ধে টাঙ্গাইল আদালতে একটি মামলা করেন। ওই মামলা হেরে যান শাহাদত হোসেন।
এরপর ৫ বছর ঢাকায় থাকার পর বিদেশ চলে যান তিনি। ১১ বছর থাকার পর দেশে এসে একটি লিজের কাগজ দেখিয়ে পুকুরটি দখলের চেষ্টা করেন।
তখন মসজিদ কমিটি আদালতে একটি মামলা করেন। আদালত ওই পুকুরে ১৪৪ ধারা জারি করেন।
আদালতের আদেশ অমান্য করে জোরপূর্বক ওই পুকুরের মাছ ধরাসহ পুকুর দখলের পায়তারার অভিযোগ রয়েছে শাহাদত হোসেন মনিরের বিরুদ্ধে।
বর্তমানে মসজিদ কমিটির একটি মামলা চলমান রয়েছে আদালতে। বিভিন্ন তদন্তকারী সংস্থা একাধিক বার তদন্ত করার পর মসজিদ কমিটির পক্ষে তদন্ত প্রতিবেদন দাখিল করেন।
এবিষয়ে অভিযুক্ত শাহাদত হোসেন মনির জানান, পুকুরটি আমাদের পৈত্তিক সম্পত্তি। পরবর্তীতে খাস খতিয়ানের আওতাভূক্ত করা হয়।
এরপর বিভিন্ন সময় বিভিন্ন জনে লিজ নিয়ে মাছ চাষ করে আসছিল। বর্তমানে আমি পুকুরটি লিজ নিয়ে মাছ চাষ করছি।
পুকুরটি মসজিদের দাবি করে মসজিদ কমিটি আমার বিরুদ্ধে আদালতে একটি মামলা করেছেন। যা আদালতে চলমান।