টাঙ্গাইলের কালিহাতী উপজেলার নারান্দিয়া টিআরকেএন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রখ্যাত প্রাক্তন শিক্ষক ও সমাজসেবক শান্তিরাম মোদক (৭৬) ইন্তেকাল করেছেন। সোমবার (৭ জুলাই) সকালে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বার্ধক্যজনিত নানা রোগে তিনি দীর্ঘদিন ধরে ভুগছিলেন।
শান্তিরাম মোদকের বাড়ি উপজেলার নারান্দিয়া ইউনিয়নের নগরবাড়ী গ্রামে। সোমবার বিকেলে স্থানীয় শ্মশানে তাঁর সৎকার সম্পন্ন হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
তাঁর মৃত্যুতে সহকর্মী, সাবেক শিক্ষার্থী ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে আসে। শেষবারের মতো প্রিয় শিক্ষককে দেখতে দূরদূরান্ত থেকে ছুটে আসেন অনেকে।
নারান্দিয়া ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি গুপিনাথ মোদক ও সাধারণ সম্পাদক রানা সরকারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা শান্তিরাম মোদকের মৃত্যুতে গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।