টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা পৌরসভাধীন লৌহজং নদীতে অবৈধভাবে বালু উত্তোলন ও বালুবাহী বাল্কহেডের মাধ্যমে বালুমহাল তৈরির অভিযোগে এলাকাবাসী মানববন্ধন করেছে। শনিবার (১২ জুলাই) বিকেলে পাথারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ সংলগ্ন লৌহজং নদীর তীরে ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে গ্রামের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
আন্দোলনকারীদের অভিযোগ, কালিহাতী উপজেলা বিএনপির প্রচার সম্পাদক হালিমুজ্জামাল লিটন ও এলেঙ্গা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি রফিকুল ইসলাম রফিক লৌহজং নদীতে বালু উত্তোলনের সাথে জড়িত। তারা ঢাকা বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক বেনজীর আহমেদ টিটোর নাম ব্যবহার করে এই কার্যক্রম চালাচ্ছেন বলে দাবি করেন স্থানীয়রা।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, নদী থেকে বালু উত্তোলনের কারণে বসতবাড়ি, স্কুল, মাদ্রাসা, ঈদগাহ মাঠ এবং ফসলি জমি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এ ধরনের অনিয়ম অবিলম্বে বন্ধের দাবিতে স্থানীয়রা গণস্বাক্ষর ও বিক্ষোভ মিছিল করেছেন।
এক নারী প্রতিবাদী সুলতানা বেগম বলেন, “আমরা ইতোমধ্যে নদী ভাঙনের শিকার হয়ে নিঃস্ব হয়েছি। আবার বালু কাটলে আর কোনো জায়গা অবশিষ্ট থাকবে না। প্রশাসনের কাছে অনুরোধ— আমাদের ভিটেমাটি রক্ষায় দ্রুত ব্যবস্থা নিন।”
মানববন্ধনে স্থানীয় বাসিন্দা জহিরুল ইসলাম, অক্ষয় ভৌমিক, শাহজাহান মন্ডল, সজীবসহ অনেকে বক্তব্য রাখেন। বক্তারা জানান, বালু উত্তোলনে বাধা দেওয়ায় আরিফুল ইসলাম, জহিরুল ইসলাম ও সামছুল হকের নামে থানায় মামলা দেওয়া হয়েছে।
এলাকাবাসীর দাবি, প্রশাসন দ্রুত হস্তক্ষেপ না করলে পরিবেশ ও জনজীবনের জন্য ভয়াবহ বিপর্যয় নেমে আসবে।