টাঙ্গাইলের কালিহাতীতে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক বেনজীর আহমেদ টিটো বলেছেন, “আমরা আন্দোলন করেছি গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য। ৫ আগস্টের পর কালিহাতীতে কোনো বিশৃঙ্খলার ঘটনা ঘটেনি। বিগত সরকারের সময়ে আমাদের নামে গায়েবি ও মিথ্যা মামলা দেওয়া হয়েছে। রাজনীতি করতে পুলিশ বাহিনী লাগে না; রাজনীতি করতে জনগণ লাগে—সন্ত্রাসী বাহিনী নয়।”
শনিবার (১৫ নভেম্বর) বিকেলে কালিহাতী উপজেলার সল্লা ইউনিয়ন বিএনপির বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় সভাপতিত্ব করেন সল্লা ইউনিয়ন বিএনপির সভাপতি শামিম প্রামাণিক।
এ সময় আরও উপস্থিত ছিলেন—
-
কালিহাতী উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম শোভা
-
সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম
-
জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক তরিকুল ইসলাম ঝলক
-
উপজেলা বিএনপির সহ-সভাপতি মজনু মিয়া, আব্দুল হক আকন্দ, মোজাম্মেল হাসান বাদল
-
যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব হাসমত আলী রেজা
এছাড়াও ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সভায় অংশ নেন।











