কালিহাতীতে নির্বাচনী সহিংসতায় আহত ৪

কালিহাতী সংবাদদাতা : টাঙ্গাইলের কালিহাতী পৌরসভা নির্বাচনে হরিপুর কেন্দ্রে আওয়ামী লীগ ও বিএনপি’র সংঘর্ষে চার জন আহত হয়েছে।

আহতদের মধ্যে দুই জনের পরিচয় পাওয়া গেছে।

এরা হলেন, পারখী ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মো. জামাল হোসেন ও চামুরিয়া ইউনিয়ন বিএনপির সদস্য ইদ্রিস।

আহত অন্য দুইজনের পরিচয় পাওয়া যায়নি। এই ঘটনায় কাউকে গ্রেপ্তারের খবর পাওয়া যায়নি।

স্থানীয়রা জানান, পৌরসভার ৫০ নং হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আওয়ামী লীগ মেয়র প্রার্থী ও বিএনপি’র মেয়র প্রার্থীর সমর্থকদের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটে।

এছাড়া অন্যান্য কেন্দ্রে সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ চলছে বলে জানা গেছে।

চতুর্থ ধাপে টাঙ্গাইলে দুইটি পৌরসভা নির্বাচনের ভোট গ্রহণ চলছে।

এর মধ্যে গোপালপুর পৌরসভা নির্বাচন ইভিএম এর মাধ্যমে এবং কালিহাতী পৌরসভা নির্বাচন হচ্ছে ব্যালটের মাধ্যমে।

আজ রোববার সকালে স্বতঃস্ফুর্ত উপস্থিতির মধ্য দিয়ে সকাল ৮টা হতে ভোট গ্রহণ শুরু হয়েছে। চলবে বিকেল ৪টা পর্যন্ত।

এ দুইটি পৌরসভায় মেয়র পদে ০৯ জন, সাধারণ কাউন্সিলর পদে ৭৬ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

দু’টি পৌরসভায় মোট ভোটার ৬৯ হাজার ৩৯০ জনের মধ্যে পুরুষ ৩৪ হাজার ১১৮ ও মহিলা ভোটার ৩৫ হাজার ২৭২ জন।

দুই পৌরসভায় মোট ভোট কেন্দ্রে সংখ্যা ৩০টি। সম্পাদনা – অলক কুমার