কুয়েতে কর্মসংস্থানের জন্য বাংলাদেশিদের আর বিশেষ অনুমতি (লামনা) লাগছে না বলে জানিয়েছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন। সম্প্রতি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, গত এক সপ্তাহ ধরে বাংলাদেশিরা নিয়মিতভাবে ভিসা পাচ্ছেন, যদিও এটি আনুষ্ঠানিকভাবে এখনও ঘোষণা করা হয়নি।
রাষ্ট্রদূত বলেন, “যেসব ভিসা আমরা সত্যায়ন করছি, সেগুলোর নিয়োগকারী প্রতিষ্ঠানের সঙ্গে দূতাবাসের চুক্তি থাকে। আমরা নিশ্চিত করি, প্রবাসী বাংলাদেশিদের বেতন, আবাসন, চিকিৎসা ও ছুটি সংক্রান্ত সব ব্যবস্থা সঠিকভাবে থাকছে কি না।”
তিনি দালালদের মাধ্যমে ভিসা না নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, “দয়া করে নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করুন এবং প্রতারণার শিকার হবেন না।”
এই সময় দূতাবাসের কাউন্সিলর মনিরুজ্জামান, কুয়েত প্রেস ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অনেকে উপস্থিত ছিলেন।