ইতালির রোমে ওয়ার্ল্ড ফুড ফোরামের সাইডলাইনে তরুণ কৃষি উদ্যোক্তাদের জন্য সামাজিক ব্যবসা তহবিল গঠনের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
সোমবার (১৩ অক্টোবর) প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বিবৃতির মাধ্যমে এ তথ্য জানিয়েছে।
এর আগের দিন আইএফএড প্রেসিডেন্ট আলভারো লারিওর সঙ্গে বৈঠকে তিনি এ প্রস্তাব দেন। ড. ইউনূস বলেন, প্রস্তাবিত তহবিল কৃষি, স্বাস্থ্য ও উদ্যোক্তা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বৈঠকে গভীর সমুদ্র মৎস্য আহরণ, আম ও কাঁঠাল রফতানি, জলবায়ু সহনশীল কৃষি এবং দুগ্ধ শিল্পে সহযোগিতা নিয়ে আলোচনা হয়। বাংলাদেশে সামাজিক ব্যবসা উদ্যোগে সহায়তার আগ্রহও প্রকাশ করেন আইএফএড প্রেসিডেন্ট।
উল্লেখ্য, রোববার ওয়ার্ল্ড ফুড ফোরামের বৈঠকে যোগ দিতে রোমে পৌঁছান প্রধান উপদেষ্টা। তাকে স্বাগত জানান ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এ. টি. এম. রকিবুল হক। এই ইভেন্ট চলবে আগামী ১৭ অক্টোবর পর্যন্ত।