কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী (বীরউত্তম) বলেছেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় জামায়াতে ইসলামী যে কাজ করেছে, তার জন্য যদি ক্ষমা প্রার্থনা না করে, বাংলাদেশের শাসন ক্ষমতায় কখনো যেতে পারবে না। তিনি এই মন্তব্য করেন মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে টাঙ্গাইলের সখীপুর উপজেলার কেন্দ্রীয় মন্দির পরিদর্শনের সময়।
এ সময় টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যাপক শফিকুল ইসলাম উপস্থিত ছিলেন এবং কাদের সিদ্দিকীর বক্তব্য শোনেন। কাদের সিদ্দিকী বলেন, “আজকের সন্তানরা ঐ সময়কার ঘটনার জন্য দোষী নয়, কিন্তু পুরনো অপরাধের জন্য যদি ক্ষমা না চাওয়া হয়, দেশের শাসন ক্ষমতায় জামায়াত কখনো যাবে না।”
তিনি আরও উল্লেখ করেন, মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদারদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে তার হাতে কম অস্ত্র ছিল, তবে আল্লাহর সাহায্য ও ন্যায়পথের বিশ্বাসে জয়ী হয়েছেন। কাদের সিদ্দিকী বলেন, তার জীবন মানুষের সেবা এবং ধর্ম, জাতপাত বা দলমতের উপরে নির্ভর করে না।
উল্লেখ্য, কাদের সিদ্দিকী মন্দির পরিদর্শনের আগে অধ্যাপক শফিকুল ইসলাম ও তার অনুসারীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং পরে নেতাকর্মীদের সঙ্গে মন্দির ত্যাগ করেন।