বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগ মুক্তি কামনায় টাঙ্গাইলে গণ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে বিএনপি’র উদ্যোগে শহরের পৌর উদ্যোনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন- জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ও মনোনয়ন প্রত্যাশী ফরহাদ ইকবাল।
শহর বিএনপির সভাপতি মেহেদী হাসান আলীমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- জেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি আতাউর রহমান জিন্নাহ, সদর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুর রৌফ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক তরিকুল ইসলাম ঝলক, শহর বিএনপির সাধারণ সম্পাদক ইজাজুল হক প্রমুখ। দোয়া মাহফিলে বিএনপি’র ও অঙ্গনের অন্যন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় খালেদা জিয়ার দ্রুত সুস্থ্যতা কামনায় দোয়া করা হয়।










