সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় টাঙ্গাইলের বিভিন্ন মন্দিরে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ ডিসেম্বর) সন্ধ্যা ও রাতে টাঙ্গাইল পৌর এলাকার শ্রীশ্রী ছোট কালীবাড়ী মন্দির এবং পোড়াবাড়ি ইউনিয়নের কাবিলাপাড়া শ্রীশ্রী রাধা গোবিন্দ মন্দিরে এ প্রার্থনার আয়োজন করে মন্দির কর্তৃপক্ষ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক ও টাঙ্গাইল-৫ (সদর) আসনে বিএনপির প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু।
প্রার্থনায় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় সনাতন হিন্দু ধর্মাবলম্বীরা অংশ নেন। অনুষ্ঠানে খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়।











