বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী বলেছেন, দেশের মানুষ গণতান্ত্রিকভাবে সরকার নির্বাচিত করতে মুখিয়ে আছে। কিন্তু একটি মহল দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে নানামুখী ষড়যন্ত্র চালাচ্ছে। তবে কোনো ষড়যন্ত্রই গণতন্ত্রের পথ রুদ্ধ করতে পারবে না— দেশের মানুষ তা হতে দেবে না।
বুধবার (২ জুলাই) বিকেলে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বহুরিয়া ইউনিয়নের চান্দুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত এক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় বহুরিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি হোসাইনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ডিগ্রীর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মির্জাপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আব্দুর রউফ, সাধারণ সম্পাদক খন্দকার সালাহ উদ্দিন আরিফ, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আব্দুল কাদের সিকদারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।
আবুল কালাম আজাদ সিদ্দিকী দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, ষড়যন্ত্র মোকাবিলায় দলের সব স্তরের নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকতে নির্দেশ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
তিনি আরও বলেন, বিএনপি চায় প্রতিযোগিতামূলক নির্বাচন— যেখানে সব রাজনৈতিক দল অংশ নেবে। কেবল একতরফা নির্বাচন বিএনপি কখনোই চায় না। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনই বিএনপির দাবি বলে তিনি মন্তব্য করেন।