গাজায় ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্সের সাংবাদিক হুসাম আল-মাসরি। স্থানীয় সময় সোমবার (২৬ আগস্ট) নাসের হাসপাতালের সামনে সরাসরি সম্প্রচার করার সময় এ হামলায় তিনি প্রাণ হারান।
৪৯ বছর বয়সী এই অভিজ্ঞ ক্যামেরাম্যান দীর্ঘদিন ধরে গাজার যুদ্ধক্ষেত্রে সংবাদ সংগ্রহ করে আসছিলেন। সহকর্মীদের মতে, ভয়াবহ পরিস্থিতিতেও তার সাহসী কাজ ও ইতিবাচক দৃষ্টিভঙ্গি তাকে সাংবাদিক মহলে বিশেষভাবে জনপ্রিয় করে তুলেছিল।
যুদ্ধের কারণে নিজেও একটি তাঁবুতে পরিবার নিয়ে বসবাস করছিলেন হুসাম আল-মাসরি। পরিবারের জন্য খাবার সংগ্রহ করতে সংগ্রাম করলেও তিনি বেসামরিক মানুষের দুর্ভোগ তুলে ধরতে নিরলসভাবে কাজ করে গেছেন।
রয়টার্স জানিয়েছে, নিহত সাংবাদিকের ব্যবহৃত ক্যামেরা ও সরঞ্জাম এখনও তার সহকর্মীদের কাছে সংরক্ষিত রয়েছে। হামলার মুহূর্তে তিনি সরাসরি সম্প্রচার করছিলেন।