গাজায় ইসরায়েলের সবচেয়ে নৃশংস হামলার পর উপত্যকার বাসিন্দাদের আবারও বিভিন্ন এলাকা থেকে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এতে আরও একবার অনিশ্চয়তার মুখে পড়েছে লাখো ফিলিস্তিনি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, কয়েক সপ্তাহের যুদ্ধবিরতির পর মঙ্গলবার (১৮ মার্চ) স্থানীয় সময় সেহেরির আগে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) ভয়াবহ বোমা হামলা চালায়। এতে প্রায় ৪০০ ফিলিস্তিনি নিহত হন, যা চলমান দেড় বছরের যুদ্ধে একদিনে সর্বোচ্চ প্রাণহানির ঘটনা।
হামলায় বিধ্বস্ত হয়েছে ঘরবাড়ি, স্কুল এবং আশ্রয়শিবিরের তাবু। ইসরায়েল দাবি করেছে, হামাস তেলআবিবের বিরুদ্ধে নাশকতার প্রস্তুতি নিচ্ছিল। সেই অভিযোগেই হামলা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে নেতানিয়াহু প্রশাসন।
এমন পরিস্থিতিতে নিরাপদ আশ্রয়ের সন্ধানে আবারও পথে নেমেছে গাজার মানুষ। কেউ গাড়িতে, কেউ ট্রাকে, কেউবা হেঁটে ছুটছে নতুন আশ্রয়ের সন্ধানে।
উল্লেখ্য, দেড় বছর ধরে চলা ইসরায়েলি আগ্রাসনে গাজায় এখন পর্যন্ত ৪৮ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।