ফিলিস্তিনের গাজায় ইসরাইলের ভয়াবহ আগ্রাসনের বিরুদ্ধে বিশ্বজুড়ে জিহাদি চেতনায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। রবিবার এক বিবৃতিতে সংগঠনটির আমীর আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব মাওলানা সাজেদুর রহমান বলেন, “ইসরাইলের গণহত্যা আজ মানবতার সব সীমা ছাড়িয়ে গেছে। দখলদার ও জালিম এই অবৈধ রাষ্ট্রকে থামাতে বৈশ্বিক জিহাদ এখন অনিবার্য।”
তারা বলেন, “আমেরিকার প্রত্যক্ষ সমর্থনে জায়োনিস্ট ইসরাইল ফিলিস্তিনে বছরের পর বছর ধরে বর্বর দখলদারিত্ব ও হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে। অথচ তথাকথিত মানবাধিকারের ধ্বজাধারীরা নির্বিকার। মুসলমান বলেই আজ ফিলিস্তিনিদের জীবনের কোনো মূল্য নেই পশ্চিমা বিশ্বের কাছে।”
বিবৃতিতে মার্কিন জনগণের প্রতিও আহ্বান জানানো হয় প্রতিবাদে সক্রিয় হওয়ার জন্য। বলা হয়, “আপনাদের করের টাকাতেই ইসরাইলকে সামরিক ও রাজনৈতিক সহায়তা দেওয়া হচ্ছে। তাই আপনাদেরও জবাবদিহির আওতায় আনতে হবে নিজেদের শাসকগোষ্ঠীকে।”
নেতারা আরও বলেন, “ইসরাইলের পতন অনিবার্য। মুসলিম বিশ্বের সামরিক প্রতিরোধ, রাজনৈতিক ঐক্য, গণআন্দোলন ও পণ্য বয়কটের মাধ্যমে এই গণহত্যা থামাতে হবে। এ আন্দোলনে ধর্ম, দল-মত নির্বিশেষে মানবতাবাদী সব মানুষকে যুক্ত হতে হবে।”
৭ এপ্রিল ফিলিস্তিনের ডাকে বিশ্বব্যাপী হরতাল কর্মসূচিকে সমর্থন জানিয়ে হেফাজতে ইসলাম বাংলাদেশও কর্মসূচি ঘোষণা করেছে। তারা জানায়, “আগামীকাল বাদ যোহর দেশের সব মাদরাসা, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও ওলামায়ে কেরামসহ সাধারণ ছাত্র-জনতাকে এই বৈশ্বিক হরতালে অংশ নেওয়ার আহ্বান জানাচ্ছি।”