গাজীপুরের বোর্ডবাজার এলাকায় ইসরায়েলের আগ্রাসনের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিল থেকে বিভিন্ন প্রতিষ্ঠান ভাঙচুর ও লুটপাটের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৭ এপ্রিল) রাতে বাটা শোরুমের ম্যানেজারের দায়ের করা মামলার পর সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে তাদের আটক করা হয়।
গ্রেপ্তাররা হলেন—সিয়াম খান (১৮), শিমুল আহাম্মেদ শাওন (২০), শাহীন (১৯) এবং জয়নাল আবেদীন (২০)।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গাছা জোনের সহকারী উপকমিশনার হাফিজুল ইসলাম জানান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ইসরায়েলবিরোধী মিছিলের সুযোগ নিয়ে কিছু দুষ্কৃতকারী পূর্বপরিকল্পিতভাবে তৃপ্তি ও রাঁধুনি রেস্টুরেন্ট, বাটা শোরুমসহ বিভিন্ন স্থাপনায় হামলা, ভাঙচুর ও লুটপাট চালায়।
ঘটনার পর সেনাবাহিনীর সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে গ্রেপ্তার করা হয় চারজনকে। পাশাপাশি উসকানিদাতা ও পরিকল্পনাকারীদের শনাক্তে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।