গাজীপুরের শ্রীপুরে কোনো পূর্ব নোটিশ ছাড়া নিট হরাইজন নামের একটি পোশাক কারখানা হঠাৎ বন্ধ করে দেওয়ায় এবং ৩০ শ্রমিককে ছাঁটাইয়ের প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শ্রমিকরা।
বুধবার (২৩ এপ্রিল) সকাল সাড়ে ১০টা থেকে পৌনে এক ঘণ্টা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বেড়াইদেরচালা এলাকায় সড়ক অবরোধ করেন তারা। বিক্ষোভে শ্রমিকরা দাবি জানান, কারখানা পুনরায় চালু ও ছাঁটাইকৃতদের পুনর্বহাল করতে হবে।
খবর পেয়ে সেনাবাহিনী, থানা, শিল্প ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মালিকপক্ষের সঙ্গে আলোচনার আশ্বাস দিলে বেলা সোয়া ১১টার দিকে শ্রমিকরা অবরোধ তুলে নেন।
শ্রীপুর থানার ওসি জানান, বিষয়টি নিয়ে আলোচনার মাধ্যমে সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে।