গাজীপুর জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ভাওয়ালগড় ইউনিয়নের সংরক্ষিত মহিলা সদস্য শাহীদা আক্তার জসুদাকে গ্রেফতার করেছে জয়দেবপুর থানা পুলিশ। মঙ্গলবার (১৩ মে) দিবাগত রাতে গাজীপুর শহরের উত্তর ছায়াবিথী এলাকার একটি বাসা থেকে তাকে আটক করা হয়।
শাহীদা আক্তার গাজীপুর সদর উপজেলার ভবানীপুর এলাকার বাসিন্দা এবং দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। বর্তমানে তিনি ভাওয়ালগড় ইউনিয়নের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালীম জানান, শাহীদা আক্তার একটি শিশু হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। এছাড়াও, গার্মেন্টসে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির উদ্দেশ্যে অর্থায়নের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
তিনি আরও জানান, গত ৫ আগস্টের পর একাধিক গার্মেন্টস কারখানায় ভাঙচুর ও শ্রমিকদের উসকানি দেওয়ার ঘটনায় তার সংশ্লিষ্টতা পাওয়া গেছে। তদন্তের স্বার্থে তাকে রিমান্ডে নেওয়ার আবেদন জানানো হবে বলেও জানিয়েছেন ওসি।