টাঙ্গাইলের গোপালপুরে উৎসবমুখর পরিবেশে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী মেলার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রাণিসম্পদ মাঠে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের যৌথ উদ্যোগে এ প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ গোলাম মোর্শেদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা ভেটেরিনারি অফিসার অর্জুন দেবনাথ। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ডেইরি ফার্ম, প্রাণিসম্পদ উদ্যোক্তা, কৃষক এবং সাধারণ দর্শনার্থীরা উপস্থিত ছিলেন।
মেলায় মোট ২৩টি স্টলে আধুনিক প্রাণিসম্পদ প্রযুক্তির প্রদর্শনী সাজানো হয়। এর মধ্যে ছিল আল্ট্রাসনোগ্রাফি মেশিন, খড় ও ঘাস কাটার যন্ত্র, বিভিন্ন রোগবালাই দমনের ওষুধ, উন্নত জাতের গরু, ছাগল, ভেড়া, খরগোশ, হাঁস-মুরগি এবং বিভিন্ন প্রজাতির পাখি। স্টল পরিদর্শন শেষে মঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
‘দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি : প্রাণিসম্পদে হবে উন্নতি’ প্রতিপাদ্যকে সামনে রেখে স্বাগত বক্তব্য দেন ডা. গোলাম মোর্শেদ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গোপালপুর উপজেলা নির্বাহী অফিসার তুহিন হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি কর্মকর্তা শামীমা আক্তার, পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম দেলোয়ার হোসেন, মৎস্য কর্মকর্তা সৌরভ দেবনাথ এবং কৃষি ব্যাংক ম্যানেজার আবু সাইদ আরাফাত।
বক্তারা বলেন, আধুনিক প্রযুক্তিনির্ভর প্রাণিসম্পদ ব্যবস্থাপনা খামারি উন্নয়ন ও স্থানীয় অর্থনীতিকে আরও সমৃদ্ধ করবে। এ ধরনের প্রদর্শনী খামারিদের সক্ষমতা বৃদ্ধি এবং প্রাণিসম্পদ খাতে সচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও মত দেন তারা।











