গোপালপুরে নির্বাচনী সংঘাতে মৃত্যু, মামলা; গ্রেপ্তার আতঙ্কে এলাকাবাসী

গোপালপুর প্রতিনিধি : গোপালপুর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছে।

এই  ঘটনায় গোপালপুর থানায় মামলা দায়ের হয়েছে।

সোমবার রাতে নিহত খলিলের বাবা নাজিম উদ্দিন বাদি হয়ে অজ্ঞাত ২০/২৫ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন।

তবে এখনো পর্যন্ত পুলিশ কাউকে আটক বা গ্রেফতার করতে পারেনি।

এই ঘটনায় উপজেলার ডুবাইল আটাপাড়া গ্রামে নিহত খলিলের বাড়িতে শোকের মাতম চলছে। ভিডিও তে দেখুন – https://youtu.be/XAbZs-AWQcc

এদিকে ময়না তদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হলে বাদ মাগরিব জানাযা শেষে ডুবাইল গোরস্থানে দাফন করা হয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন কাউন্সিলার প্রার্থী জানান, গ্রেপ্তার আতঙ্কে থমথমে পরিবেশের সৃষ্টি হয়েছে।

অপরদিকে, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সোমবার আওয়ামী লীগ মনোনিত প্রার্থী রকিবুল হক ছানা ও স্বতন্ত্র প্রার্থী গিয়াস উদ্দিনের সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুরের ঘটনা ঘটে।

এসময় খলিল নামের এক ব্যক্তি মাথায় আঘাত পেলে গুরুতর আহত হলে হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয়।

গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন জানান, এ ঘটনায় নিহত খলিলের বাবা নাজিম উদ্দিন গতরাতে থানায় মামলা করেছেন।

এতে ২০/২৫ জনকে অজ্ঞাত আসামী করা হয়েছে। আসামী গ্রেফতারের চেষ্টা চলছে।

উল্লেখ্য, আগামী ১৪ ফেব্রুয়ারি গোপালপুর পৌরসভা নির্বাচনের ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। সম্পাদনা – অলক কুমার