গোপালপুর প্রতিনিধি : টাঙ্গাইলের গোপালপুরে শারদীয় দূর্গাপূজা উৎসব উপলক্ষে ৪৫টি পূজামণ্ডপে সরকারি অনুদান চাল ও নগদ টাকা বিতরণ করা হয়।
গোপালপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা উৎসব উপলক্ষে গোপালপুর উপজেলার ৪৫টি পূজা মন্ডপের পরিচালনা কমিটির হাতে সরকারি অনুদানের চাল বিতরণ করা হয়।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেলে উপজেলা হলরুমে এই অনুদান বিতরণের অনুষ্ঠান আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) এর জাতীয় সংসদ সদস্য ছোট মনির।
সরকারী অনুদানের সাথে এমপি ছোট মনির নিজ তহবিল থেকে প্রত্যেক পূজামন্ডপে পাঁচ হাজার করে টাকা অনুদান দেন পূজারীদের হাতে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান ইউনুস ইসলাম তালুকদার ঠান্ডু, উপজেলা সহকারী ভূমি সাদিয়া ইসলাম সীমা।
আরো অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মীর রেজাউল হক, থানা অফিসার ইনচার্জ মোশারফ হোসেন, পৌর মেয়র আরিফুল হক ছানা।
এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার সুরুজ, উপজেলা আ’লীগের সাবেক সভাপতি কেএম ইঞ্জিনিয়ার গিয়াস উদ্দিন।
অনুষ্ঠানে উপজেলার ইউপি চেয়ারম্যানগানসহ আ’লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং উপজেলার সকল পূজামণ্ডপের পূজারীবৃন্দ।
অনুষ্ঠানে গোপালপুর উপজেলা নির্বাহী অফিসার বিকাশ বিশ্বাস সভাপতিত্ব করেন। সম্পাদনা – অলক কুমার