গাইবান্ধার গোবিন্দগঞ্জে যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে চার কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আল আমিন (১৯) নামে এক যুবককে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে গোবিন্দগঞ্জ আমলী আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়। আটক আল আমিন কুমিল্লা সদর উপজেলার জদলপুর গ্রামের সেলিম মিয়ার ছেলে।
গোবিন্দগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মমিনুল ইসলাম জানান, ভোর সাড়ে ৫টার দিকে পূর্ব চারমাথা মোড়ের বনফুল হোটেলের সামনে রংপুর-ঢাকা মহাসড়কে চেকপোস্ট বসানো হয়। এ সময় ‘তয়েজ এন্টারপ্রাইজ’-এর একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে সন্দেহভাজন হিসেবে আল আমিনকে আটক করা হয়। পরে তার ব্যাগ থেকে কালো পলিথিনে মোড়ানো চার কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আল আমিন গাঁজা পাচারের কথা স্বীকার করেছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে আদালতে হাজির করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।