টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার দিঘলকান্দি ইউনিয়নের বকশিয়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এক পক্ষের হামলায় একটি বাড়ি ভাঙচুর এবং নির্মাণ কাজে রাখা ইট ও সিমেন্ট লুটপাটের অভিযোগ উঠেছে। শনিবার (২০ সেপ্টেম্বর) ঘটেছে এ ঘটনাটি; ভুক্তভোগী আলমগীর হোসেন খান ঘাটাইল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
স্থানীয়রা ও অভিযোগ সূত্রে জানা গেছে, আলমগীর হোসেনের মালিকানাধীন ৪ শতাংশ ভিটা জমি নিয়ে প্রতিবেশি ফরিদুজ্জামান খান দীর্ঘদিন ধরে জোরপূর্বক দখলের চেষ্টা চালাচ্ছেন। অভিযোগ মোতাবেক, শনিবার সকালে বাড়িতে কেউ না থাকায় ফরিদুজ্জামান খানের অনুপ্রেরণায় নামাজা-অফেন্ডাররা—মো. আমির খান, আনোয়ারা, হেলেনা, বকুলসহ—ভুক্তভোগীর গোয়ালঘর ভাঙচুর শুরু করেন। বাধা দিতে গেলে তারা আলমগীর ও তাঁর স্ত্রীর ওপর হামলা চালিয়ে গলার স্বর্ণালংকার ছিনিয়ে নিয়ে যায়। পরে বিলকিস বেগম নামের এক মহিলাকেও মারধর করা হয়।
ঘটনায় কয়েকজন আহত হয়েছে; কদ্দুস খান ও কামরুজ্জামান খান হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন। ভুক্তভোগীর পরিবারের অভিযোগ, ঘরের খুঁটি-টিন-ভিত্তি ভাঙার সঙ্গে নির্মাণ সরঞ্জাম ও সিমেন্ট জোরপূর্বক কেটে নিয়ে গেছে হামলাকারীরা। তারা আরও বলেন যে প্রাণনাশের হুমকিরও শিকার হয়েছেন এবং এখন থেকে নিরাপত্তাহীনতায় ভুগছেন।
এক প্রত্যক্ষদর্শী হেলাল খান জানিয়েছেন, জমিজমা নিয়ে দীর্ঘদিন বাগবিতন্ডা চলে আসছিল; শনিবার বাধা দিয়েও পরিস্থিতি সামলানো যায়নি—ঘটনায় যারা জড়িত তাদের দ্রুত গ্রেপ্তারকরণ দাবি করেন তিনি।
ঘাটাইল থানা অফিসার ইনচার্জ মীর মোশররফ হোসেন বলেন, ভুক্তভোগী লিখিত অভিযোগ দিয়েছেন, অভিযোগের ভিত্তিতে তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।