ঘাটাইলে দেউলাবাড়ি ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থীর ভোট বর্জন

ঘাটাইল প্রতিনিধি : চতুর্থ ধাপে অনুষ্ঠিত টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ১ নং দেউলাবাড়ি ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা রফিকুল ইসলাম খান ভোট বর্জন করেছেন।

কেন্দ্রে প্রকাশ্যে নৌকা প্রতীকে ভোট প্রদানে বাধ্য করা; ভোট কারচুপিসহ নানা অনিয়মের অভিযোগ এনে দুপুর একটার দিকে স্থানীয় সাংবাদিকদের কাছে তিনি নির্বাচন বর্জনের ঘোষণা দেন।

রোববার (২৬ ডিসেম্বর) নির্বাচনে ভোট গ্রহণের দিন বিকেল ৩টার দিকে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে নির্বাচন বর্জনের ঘোষণা দেন।

তিনি অভিযোগ করে বলেন, আমার প্রতিপক্ষ সরকার দলীয় প্রার্থী সুজাত আলী খান (নৌকা প্রতীক) সকাল দশটার মধ্যে দেউলাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়; উল্টর খিলগাতি সরকারি প্রাথমিক বিদ্যালয়; দক্ষিণ খিলগাতি সরকারি প্রাথমিক বিদ্যালয়; ঝুনকাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ ইউনিয়নের সবগুলো কেন্দ্র দখল করে নেয়।

কেন্দ্র থেকে আমার এজেন্টদের বের করে দেয় এবং ভোটারদের প্রকাশ্যে নৌকায় ভোট দিতে বাধ্য করে।কেন্দ্রে এজেন্ট ঢুকতে দেয়নি।

এ ব্যাপারে আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা কামনা করলে তারা নিরব থাকেন।

স্থানীয় প্রশাসনও এ ব্যাপারে কোন উদ্যোগ না নেয়ার আমি নির্বাচন বর্জন করি।

তিনি আরো অভিযোগ করে বলেন, ভোটের আগের রাতে আমার এজেন্ট ও কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে ভয়ভীতি প্রদর্শন করে এবং ভোট কেন্দ্রে না যাওয়ারও হুশিয়ারি দেয় তারা।

রফিকুল ইসলাম খান দেউলাবাড়ি ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান এবং উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি। সম্পাদনা – অলক কুমার