আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিএনপি ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা করেছে। এরই মধ্যে টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে প্রাথমিক মনোনয়ন পাওয়া এসএম ওবায়দুল হক নাসিরের মনোনয়ন বাতিল করে লুৎফর রহমান আজাদকে প্রার্থী করার দাবিতে ঢাকার গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন মনোনয়নবঞ্চিত পক্ষের নেতাকর্মীরা।
রোববার (৯ নভেম্বর) দুপুরে টাঙ্গাইল জেলা মহিলা দলের একাংশের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
দলীয় সূত্র জানায়, একই দিন দুপুর ১২টা ৪০ মিনিট থেকে গুলশানের নর্থ অ্যাভিনিউ রোডে (সোসাইটি পার্ক গেট সংলগ্ন) প্রায় ২০০–২২০ জন নেতাকর্মী অবস্থান নেন। কর্মসূচিতে অংশ নিয়ে তারা দাবি জানান, ঘাটাইল আসনের প্রার্থী হিসেবে সাবেক মন্ত্রী ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা লুৎফর রহমান আজাদকেই মনোনয়ন দিতে হবে।
অবস্থান কর্মসূচিতে নেতৃত্ব দেন টাঙ্গাইল জেলা মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক ঈশরাত সরকার নুপুর, সহ-সভাপতি সেলিনা খানম এবং সাবেক ছাত্রদল নেতা শামীম মিয়া।
মহিলা দলের একাধিক নেতা জানান, “ঘাটাইলের জনগণ লুৎফর রহমান আজাদকেই চায়। তিনি মাঠের নেতা, সাধারণ মানুষের আস্থার প্রতীক। আমরা যোগ্য প্রার্থীর পক্ষে কথা বলতে এসেছি।”
কর্মসূচিতে অংশগ্রহণকারীরা জানান, তারা টাঙ্গাইল থেকে তিনটি বাস যোগে ঢাকায় আসেন। পরে গুলশান থানা পুলিশ শান্তিপূর্ণভাবে সড়ক ছেড়ে দেওয়ার অনুরোধ জানালে নেতাকর্মীরা কর্মসূচি শেষ করে স্থান ত্যাগ করেন। পুলিশ জানায়, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
দলীয় পর্যবেক্ষকদের মতে, ঘাটাইল আসনে মনোনয়ন ইস্যুতে সৃষ্ট এই বিরোধ টাঙ্গাইল বিএনপির অভ্যন্তরীণ রাজনীতিতে নতুন উত্তাপ সৃষ্টি করেছে, যা আগামী দিনে দলীয় সমন্বয় ও নির্বাচনী প্রস্তুতিতে প্রভাব ফেলতে পারে।











