ঘাটাইলে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২

ঘাটাইল সংবাদদাতা : টাঙ্গাইলের ঘাটাইলে বাস-মোটরসাইকেল সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এঘটনায় মোটরসাইকেলে থাকা আরোও দুইজন গুরুতর আহত হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার গুণগ্রাম এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত খাদেমুল ইসলাম বাবু (১৮) ঘাটাইল উপজেলা হোটেল শ্রমিক সমিতির সভাপতি মুক্তার আলীর ছেলে।

আহতরা হলেন, পৌর এলাকার মুজাফর আলীর ছেলে ইমন (১৯) ও গুণগ্রাম এলাকার আজিজুল ইসলামের ছেলে সৌরভ (১৮)।

হতাহতদের স্বজনরা জানায়, সোমবার সন্ধ্যায় তারা তিন বন্ধু মোটরসাইকেল যোগে ঘাটাইল থেকে ব্রাহ্মণশাসনের দিকে যাচ্ছিলো।

এসময় গুণগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছলে মধুপুরগামী অজ্ঞাত যাত্রীবাহী বাসের সাথে মোটরসাইকেলের সংঘর্ষের ঘটনা ঘটে।

পরে মোটরসাইকেলে থাকা ৩ জন আহত হয়।

এসময় আহতদের উদ্ধার করে স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

পরে বাবুর অবস্থার অবনতি দেখে কর্মরত চিকিৎসকরা তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।

ময়মনসিংহ নেয়ার পথে তার মৃত্যু হয়।

অপর দুইজনের মধ্যে একজনকে টাঙ্গাইল ও অপরজনকে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে পরিবার সুত্রে জানা গেছে।

এবিষয়ে ঘাটাইল থানার এসআই মতিউর রহমান জানান, সোমবার সন্ধায় গুণগ্রাম এলাকায় বাস-মোটরসাইকেলে সংঘর্ষে একজন নিহত হয়েছে।

এছাড়া এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। বাস ও বাসের চালককে আটক করা সম্ভব হয়নি। বাসটি শনাক্তের চেষ্টা চলছে বলেও জানান তিনি। সম্পাদনা – অলক কুমার