গাইবান্ধা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী মো. ছাবিউল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। মঙ্গলবার (১৯ মার্চ) স্থানীয় সরকার বিভাগের সচিব মো. নিজাম উদ্দিনের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ ও গাড়িতে অবৈধ অর্থ বহনের অভিযোগে তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর অধীনে তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়, তবে বরখাস্তকালীন সময়ে তিনি খোরপোষ ভাতা পাবেন।
গত ১৩ মার্চ রাত ১২টার দিকে নাটোর-বগুড়া মহাসড়কের চলনবিল গেট এলাকায় পুলিশের চেকপোস্টে ছাবিউল ইসলামের প্রাইভেট কার থেকে ৩৬ লাখ ৯৪ হাজার টাকা উদ্ধার করা হয়। বৈধ উৎসের কোনো প্রমাণ দিতে না পারায় পুলিশ টাকা ও গাড়ি জব্দ করে এবং বিষয়টি দুর্নীতি দমন কমিশন (দুদক)কে জানানো হয়। পরে আদালতের নির্দেশে জব্দকৃত টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়।
এই ঘটনায় ছাবিউল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হলেও, এ বিষয়ে তাঁর কোনো বক্তব্য পাওয়া যায়নি।