চট্টগ্রাম নগরীর চকবাজার নবাব হোটেল সংলগ্ন হিজড়া খালে রিকশা উল্টে পড়ে নিখোঁজ হওয়া ছয় মাসের শিশু সেহরিশের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (১৯ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে খালের চামড়ার গুদাম এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ ও ফায়ার সার্ভিস।
সেহরিশ নগরীর আসাদগঞ্জ এলাকার শহীদ ও সালমা বেগম দম্পতির মেয়ে।
শুক্রবার রাত ৮টার দিকে সেহরিশ তার মায়ের কোলে রিকশায় বাড়ি ফেরার পথে খালে পড়ে যায়। রিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে হিজড়াখালে পড়ে গেলে তার মা ও দাদী উদ্ধার হলেও শিশুটি পানির স্রোতে ভেসে যায়।
রাতভর ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স ও চসিকের দল খালে উদ্ধার অভিযান চালালেও শিশুটির সন্ধান পাওয়া যায়নি। অবশেষে সকালে স্থানীয়রা মরদেহ ভেসে থাকতে দেখে পুলিশে খবর দেয়।
চট্টগ্রামে নালায় পড়ে নিখোঁজ বা মৃত্যুর ঘটনা এটিই প্রথম নয়। গত কয়েক বছরে একাধিক শিশু ও প্রাপ্তবয়স্ক একইভাবে প্রাণ হারিয়েছে, যা নগরের নালা-খাল ব্যবস্থাপনার দুর্বলতার একটি করুণ চিত্র তুলে ধরে।
উদ্ধারকাজ তদারকিতে现场ে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।
চলমান এই সমস্যার দ্রুত সমাধানে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছেন স্থানীয়রা।