চাঁদপুর শহরের নাজিরপাড়ায় প্রতিপক্ষের উপর হামলার প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের পাঁচ সদস্যকে আটক করেছে যৌথ বাহিনী। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতের অভিযান পরিচালিত হয়।
আটককৃতরা হলো—ইসমাইল হোসেন (১৭), রেজওয়ান খান তামিম (১৬), সোলাইমান আজমান (১৫), রেদোয়ান হোসেন (১৭) ও মিনহাজ খান তানিম (১৭)। তারা চাঁদপুর শহরের বিভিন্ন এলাকার বাসিন্দা।
তথ্য অনুযায়ী, এদের মধ্যে কেউ স্কুল বা কলেজে পড়ে, কেউ কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে যুক্ত নয়। তারা মতের অমিল বা বিরোধের সময় দলবদ্ধ হয়ে নতুন গ্যাং গঠন করে এবং সময়মতো দেশীয় অস্ত্র নিয়ে হামলার পরিকল্পনা করে।
চাঁদপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. খায়রুল কবির জানান, গোপন সূত্রে খবর পেয়ে তারা জানতে পারে কিশোর গ্যাংয়ের একটি দল প্রতিপক্ষের উপর হামলার প্রস্তুতি নিচ্ছে। এরপর সেনাবাহিনীর সহযোগিতায় সদর মডেল থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাদের আটক করে। সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. মামুন উর রশিদ বাদী হয়ে মামলাও দায়ের করেছেন।
আজ শনিবার (১৮ অক্টোবর) আটককৃতদের আদালতে হাজির করা হলে, আদালতের নির্দেশে তাদের জেলহাজতে পাঠানো হয়।
চাঁদপুরের পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব কালের কণ্ঠকে বলেন, “চাঁদপুরে কিশোর গ্যাংসহ যেকোনো ধরনের অপরাধ নির্মূলে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ তৎপর রয়েছে।”