চাঁদাবাজি ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গাজীপুরের চার নেতাকে প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করেছে বিএনপি।
রোববার রাতে বিএনপির সহ-দপ্তর সম্পাদক অ্যাডভোকেট মো. তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চাঁদা দাবিসহ দলীয় শৃঙ্খলা লঙ্ঘন এবং দলের নীতি, আদর্শ ও সংহতির পরিপন্থী অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পু, গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের আব্দুল হালিম মোল্লা, গাজীপুর মহানগর বিএনপির সাবেক সদস্য জিয়াউল হাসান স্বপন (জিএস স্বপন) এবং টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সিরাজুল ইসলাম সাথীকে বহিষ্কার করা হয়েছে।
দলের গঠনতন্ত্র অনুযায়ী এ ধরনের অনৈতিক কর্মকাণ্ডের জন্য কাউকে ছাড় না দেওয়ার কথা জানিয়েছে বিএনপি।