বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে বোটের ইঞ্জিন বিকল হয়ে চারদিন ধরে ভাসতে থাকা ১৩ জেলেকে উদ্ধার করেছে কোস্টাগার্ড সদস্যরা। গতকাল বুধবার বিকালে সুন্দরবনের দুবলাচর থেকে ১০ নটিক্যাল মাইল পশ্চিমের সমুদ্র থেকে তাদের উদ্ধার করা হয়। এমভি মা-বাবার দোয়া নামে ফিশিং বোটটি ইঞ্জিন বিকল হয়ে ৪দিন ধরে সাগরে ভাসছিল বলে জানায় কোস্টগার্ড। ১২দিন আগে জেলেরা ওই বোটটি নিয়ে সাগরে মাছ ধরতে যায়।
আজ বৃহস্পতিবার সকালে কোস্টগার্ডের পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। জেলেদের উদ্ধার করে দুবলার চরে আনা হয়েছে। তাদের সবার বাড়ি বরিশালের বিভিন্ন জেলায় বলে জানা গেছে। কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক এক প্রেসবিজ্ঞপ্তিতে জানান, বুধবার দুপুরে জাতীয় জরুরী সেবা ৯৯৯ থেকে জানানো হয়, এমভি মা-বাবার দোয়া নামে একটি ফিশিং বোটের ইঞ্জিন বিকল হয়ে গত ৪দিন ধরে সাগরে ভাসছে।
খবর পেয়ে কোস্টগার্ড মোংলা পশ্চিম জোনের অধিনস্থ আউটপোস্ট দুবলা থেকে ৪ সদস্যের উদ্ধারকারি টিম তৎক্ষনাৎ উদ্ধার অভিযান শুরু করে। উদ্ধাকারি টিম দুবলার চর থেকে ১০ নটিক্যাল মাইল পশ্চিমে সাগরে ভাসমান অবস্থায় ওই বোটটির সন্ধান পায়। বোটটিতে ১৩ জন জেলে ছিল।
লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক আরো জানান, উদ্ধারকারি দল ফিশিং বোটটি এবং উদ্ধারকৃত ১৩ জেলেকে নিরাপদে দুবলার চরে নিয়ে আসে। উদ্ধারকৃত জেলেরা সুস্থ রয়েছেন। সাগরে মাছ ধরা অবস্থায় তাদের ফিশিং বোটের ইঞ্জিন বিকল হয়ে যায়। এর পর থেকে তারা বোট নিয়ে ৪দিন ধরে সাগরে ভাসছিলেন।
কোস্টগার্ডের পক্ষ থেকে জানানো হয়, উদ্ধাকৃত ফিশিং বোটের মালিক পক্ষকে জানানো হয়েছে। কোস্টগার্ডে কর্তৃক ভবিষ্যতে এধরণের উদ্ধার অভিযান অব্যাত থাকবে বলেও জানানো হয়।