হবিগঞ্জের বানিয়াচংয়ে ছাত্র-জনতার আন্দোলনের সময় ৯ জন হত্যার মামলায় অভিযুক্ত ছাত্রলীগ নেতা মো. রাসেল মিয়াকে বিদেশ পালানোর সময় গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ। বুধবার (২৩ এপ্রিল) বিকেলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়।
রাসেল মিয়া (২৮) বানিয়াচং জনাব আলী সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। তিনি বানিয়াচং উপজেলার কালিকাপাড়া গ্রামের আরজু মিয়ার ছেলে। তার বিরুদ্ধে নিষিদ্ধ ঘোষণার সিদ্ধান্তও রয়েছে।
বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম মোস্তফা গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, গত ৫ আগস্ট বানিয়াচংয়ে ছাত্র-জনতা থানা ঘেরাওয়ের কর্মসূচিতে অংশ নিলে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সশস্ত্র হামলা চালায়। এতে গুলিবিদ্ধ হয়ে ৮ জন নিহত ও শতাধিক আহত হন। পরবর্তীতে ২২ আগস্ট নিহত শিশু হাসাইন মিয়ার বাবা ছানু মিয়া বাদী হয়ে সাবেক এমপি রুয়েল, মজিদ খানসহ ১৬০ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।
ছাত্র-জনতার প্রাণহানির মামলায় অন্যতম অভিযুক্ত হিসেবে রাসেল মিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।