পঞ্চগড় জেলা শহরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে জাবেদ রহমান জয় (১৯) নামের এক ছাত্রদল কর্মী নিহত হয়েছেন। বুধবার (৬ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে শহরের সিনেমা হল মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। নিহত জয় পুরাতন ক্যাম্প এলাকার বাসিন্দা জহিরুল হকের ছেলে।
এ ঘটনায় পুরো শহরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিক্ষুব্ধরা দোকানপাট বন্ধ করে দেয় এবং আসামিদের গ্রেফতারের আগ পর্যন্ত দাফন না করার ঘোষণা দিয়েছে ছাত্রদল। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।
পুলিশ জানায়, দুপুর থেকে জয় ও আল আমিন নামে ছাত্রদলের আরেক পক্ষের মধ্যে কয়েক দফা সংঘর্ষ হয়। রাতে জয় একা বাজারে গেলে ১০-১২ জন প্রতিপক্ষ সদস্যের সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। এ সময় আল আমিন জয়কে পেটে ছুরি ঢুকিয়ে দেয়। গুরুতর আহত অবস্থায় জয়কে পঞ্চগড় সদর হাসপাতাল এবং সেখান থেকে রংপুর মেডিকেলে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
সদর হাসপাতালের চিকিৎসক ডা. রেজওয়ানুল্লাহ জানান, তার পেটে ধারালো অস্ত্রের আঘাতে অন্ত্র বের হয়ে গিয়েছিল, তা সেলাই করে রেফার করা হলেও রাস্তায় মৃত্যু হয়।
অতিরিক্ত পুলিশ সুপার শইমী ইমতিয়াজ জানান, পূর্ব শত্রুতার জেরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। জড়িতদের মধ্যে আল আমিন ও পারভেজের নাম পাওয়া গেছে—দুজনই ছাত্রদল কর্মী। অভিযুক্তদের ধরতে অভিযান চলছে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।