ঠাকুরগাঁও সদর উপজেলায় ছেলের চাকরির জন্য ১০ লাখ টাকা দেনার দায়ে চরম হতাশায় পড়ে আত্মহত্যা করেছেন মো. জামিরুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তি। মঙ্গলবার সকালে সদর উপজেলার আখানগর ইউনিয়নের মধ্য ঝাড়গাঁও গ্রামে নিজ জমিতে একটি কদমগাছে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে স্থানীয়রা।
নিহত জামিরুল ইসলাম ওই গ্রামের মৃত তশির উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, জামিরুল তার ছেলেকে চাকরি দেওয়ার আশ্বাসে গ্রামের এক ব্যক্তির হাতে ১০ লাখ টাকা তুলে দেন। তবে প্রতিশ্রুতি রক্ষা করতে না পারায় সেই ব্যক্তি টাকাও ফেরত দেননি। এরপর ওই ব্যক্তি আত্মহত্যা করেন বলে স্থানীয়রা জানিয়েছেন।
এদিকে টাকা হারিয়ে চাকরিও না হওয়ায় জামিরুল মানসিকভাবে ভেঙে পড়েন। পরিবারের পক্ষ থেকেও নানা কটূ কথা ও অবজ্ঞার মুখে পড়তে হচ্ছিল তাকে। অবশেষে মানসিক চাপে তিনি আত্মহননের পথ বেছে নেন বলে ধারণা করা হচ্ছে।
রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম নাজমুল কাদের জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। আত্মহত্যার কারণ নিশ্চিত হতে তদন্ত চলছে এবং পরবর্তী আইনানুগ প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে।
এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।