সংস্কারের মাধ্যমে জবাবদিহিমূলক রাষ্ট্র পুনর্গঠনে রাজনৈতিক দলগুলোকে বড় ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ।
সোমবার (১২ মে) সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে গণতান্ত্রিক বাম ঐক্যের সঙ্গে সংলাপের শুরুতে তিনি এই আহ্বান জানান।
আলী রীয়াজ বলেন, “গত ৫৩ বছর ধরে গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের আকাঙ্ক্ষা বারবার ব্যর্থ হয়েছে। ২০২৪ সালের অভ্যুত্থানের পর এ লক্ষ্য বাস্তবায়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। এখনই জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনের উপযুক্ত সময়।”
সংলাপে গণতান্ত্রিক বাম ঐক্যের নেতারা বলেন, তারা সংস্কারের পক্ষে থাকলেও সমাজতন্ত্রের রূপরেখা থাকা জরুরি। দেশের খেটে খাওয়া মানুষের অধিকার রক্ষায় সমাজতন্ত্রের বিকল্প নেই বলেও মন্তব্য করেন তারা।