জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ বলেছেন, বাংলাদেশের ভবিষ্যৎ মূলত সংস্কার প্রক্রিয়ায় সাফল্যের ওপর নির্ভর করবে। তিনি জানান, এই প্রক্রিয়ার সফল বাস্তবায়নের জন্য সকল রাজনৈতিক দলের সহায়তা অত্যন্ত জরুরি।
আজ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালে ফরেন সার্ভিস একাডেমিতে কমিশন এবং বিভিন্ন রাজনৈতিক দলের আলোচনায় তিনি এসব মন্তব্য করেন। আলোচনায় প্রধানত জুলাই জাতীয় সনদ ২০২৫ বাস্তবায়নের উপায় নিয়ে মতবিনিময় করা হয়।
ড. আলী রীয়াজ বলেন, “জুলাই সনদ ২০২৫ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করা হচ্ছে। সংস্কার প্রক্রিয়ায় ভিন্নমত থাকা স্বাভাবিক, তবে বেশিরভাগ রাজনৈতিক দল একমত পোষণ করেছে।”
তিনি আরও বলেন, “জাতীয় ঐকমত্য কমিশন কাউকে কিছু চাপিয়ে দিচ্ছে না। সরকার রাজনৈতিক দলগুলোর মতামতের ভিত্তিতে সংস্কারের সিদ্ধান্ত গ্রহণ করবে। বিশেষজ্ঞদের মতামতও এই প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করা হয়েছে।”
এবারের আলোচনার মাধ্যমে রাষ্ট্র সংষ্কার ও রাজনৈতিক সংস্কার প্রক্রিয়ায় সংহতি এবং সহযোগিতার গুরুত্ব আরও সুস্পষ্ট হয়ে উঠেছে।