চার দিনের রাষ্ট্রীয় সফর শেষে জাপান থেকে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। স্থানীয় সময় শনিবার (৩১ মে) সকাল ১১টা ২০ মিনিটে তিনি জাপান ত্যাগ করেন।
সফরকালে তিনি টোকিওতে আয়োজিত নিক্কেই ফোরামের ‘ফিউচার অব এশিয়া’ সম্মেলনে অংশ নেন এবং জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হন। বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
এছাড়া, বাংলাদেশ ও জাপানের মধ্যে অর্থনীতি, বিনিয়োগ ও সহযোগিতার নানা খাতে ছয়টি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়।
উল্লেখ্য, গত বুধবার (২৭ মে) দিবাগত রাত ২টা ১০ মিনিটে প্রধান উপদেষ্টাকে বহনকারী ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জাপানের উদ্দেশে রওনা দেয়।











