জুলাই আন্দোলনের সময়কার হত্যা মামলায় সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) সাবিনা আক্তার তুহিন ও মুন্সীগঞ্জ-৩ আসনের সাবেক এমপি মোহাম্মদ ফয়সল বিপ্লবকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রবিবার (২২ জুন) দিবাগত রাতে ঢাকা জেলার নবাবগঞ্জ থেকে সাবেক এমপি তুহিনকে গ্রেফতার করা হয়। এ সময় স্থানীয় কিছু ব্যক্তি তাকে নির্দোষ দাবি করে প্রতিবাদ জানান। তুহিন বর্তমানে আওয়ামী লীগের ঢাকা মহানগর উত্তরের মহিলা বিষয়ক সম্পাদক পদেও ছিলেন।
একই রাতে রাজধানীর মনিপুরীপাড়া এলাকা থেকে গ্রেফতার করা হয় সাবেক এমপি মোহাম্মদ ফয়সল বিপ্লবকে। ডিবি সূত্রে জানা গেছে, তিনিও আন্দোলন চলাকালে সংঘটিত একটি হত্যা মামলার আসামি।
গ্রেফতার হওয়া দুই সাবেক এমপিকে রিমান্ড চেয়ে আদালতে তোলা হতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্ট একটি গোয়েন্দা সংস্থা।
 
			 
    	 
		     
                                
 
                                





 
							




